গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা্র ধাক্কায় মটর সাইকেল আরোহী পুলিশ নিহত 355 0
গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা্র ধাক্কায় মটর সাইকেল আরোহী পুলিশ নিহত
রনি আহম্মদ:
শুক্রবার (২২জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশার ধাক্কায় রুবেল হোসেন(৩০)নামের মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী-কালিয়াকৈর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রুবেল হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ খন্দকার পাড়া এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।তিনি ঢাকার রাজাবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান,রুবেল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যোগে কালিয়াকৈর যাওয়ার পথে বাঁশতলী-কালিয়াকৈর সড়কে পৌঁছালে মোটসাইকেলের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে।এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে গাজীপুর শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তািকে মৃত ঘোষণা করেন।মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা ।